বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) 'পদ্মা সেতু ও এর আর্থ-সামাজিক তাৎপর্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ২০২২' অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে পদ্মা সেতুর অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বিষয় নিয়ে মোট ২৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত করা হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পদ্মা সেতুর এক্সপার্ট প্যানেলের সদস্য, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক এবং পানিসম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিন এশীয় রাজনীতি বিশেষজ্ঞ ও ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিন এশিয়া গবেষণা কেন্দ্রের অধ্যাপক ড. সঞ্জয় কে ভরদ্বাজ। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একুশে পদক জয়ী সাংবাদিক ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
সম্মেলনে ড. আইনুন নিশাত পদ্মা সেতুর নির্মাণ প্রক্রিয়ার সাথে শুরু থেকে যুক্ত থাকায় তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে পদ্মা সেতুর নির্মাণ পরিকল্পনা ও বাস্তবায়নের কথা তুলে ধরেন। তিনি বলেন, পদ্মা সেতু দক্ষিণাঞ্চলে সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। দক্ষিণাঞ্চল হবে শিল্পসমৃদ্ধ নগরী। যা দেশের অর্থনীতিতে বিস্তর প্রভাব ফেলবে। পদ্মা সেতুকে কেন্দ্র করে অর্থনীতিতে ঘুরে দাড়াবে বরিশালসহ সমগ্র দক্ষিণাঞ্চল।
কনফারেন্সে স্বাগত বক্তব্য প্রদান করেন কনফারেন্স আয়োজক কমিটির আহবায়ক ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অসীম কুমার নন্দী। আন্তর্জাতিক এ কনফারেন্সে দেশ-বিদেশের খ্যাতনামা অধ্যাপক, গবেষক, সাংবাদিক, কলামিষ্টসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।