মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাস-মালিক সমিতির সদস্যদের বিরুদ্ধে ববি শিক্ষার্থীকে মারধর অভিযোগ

আপডেট : ২৮ মে ২০২২, ১৭:১৪

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে বরিশাল-পটুয়াখালী রুটের বাস-মালিক সমিতির সদস্যদের বিরুদ্ধে। ভুক্তভোগী ফয়সাল শাহরিয়ার নামের ওই শিক্ষার্থীর ববির মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।  

শনিবার (২৮ মে) সাকাল সাড়ে আটার দিকে বিশ্ববিদ্যালয়ের সম্মুখ পটুয়াখালী মহাসড়কে এ ঘটনা ঘটে। প্রায় একঘণ্টা ধরে রাস্তার একটি অংশ অবরোধ করে রাখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনাস্থল থেকে পুলিশ বাস-মালিক সমিতির একজন সদস্যকে আটক করে। 

প্রত্যক্ষদর্শীদের সূত্র জানা যায়, মারধরের শিকার হওয়া শিক্ষার্থী জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে পটুয়াখালীগামী বিশ্ববিদ্যালয়ের বাস স্টপে থেকে ওঠার চেষ্টা করেন। এ সময় বাসের হেল্পারদের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে বাস-স্টাফদের কয়েক জন তার ওপর চড়াও হয় ও মারধর করে। 

এ বিষয়ে ভুক্তভোগী ফয়সাল সাংবাদিকদের বলেন, 'আমি জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে থাকি। আমি কোথায় যাবো জিজ্ঞাসা করলে বলি যেখানে যাবো সেখানে নামিয়ে দিলেই হবে। সঙ্গে সঙ্গে বাস-মালিক সমিতির কালাম নামে একজনসহ সাত-আট জন আমার ওপর চড়াও হয় আর গালাগালি করে। আমার জামার কলার ধরে কিলঘুষি মারে। আর বলে তোর কোন বাপ আছে ডেকে নিয়ে আয়।’ 

ঘটনার বিষয়ে ব‌রিশাল রুপাতলী মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপনের কাছে জানতে চাওয়া হলে তিন ব‌লেন, 'যারা এই ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে তারা কেউ বা‌সের স্টাফ না। তারা ব‌হিরাগত। বিষয়‌টি সমাধা‌নের চেষ্টা চল‌ছে। বর্তমানে বাস চলাচল স্বাভা‌বিক র‌য়ে‌ছে।' 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. মো. খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, এখনো কোনো অভিযোগ আসেনি। তবে ভুক্তভোগী ফয়সালের কাছে থেকে অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনসহ বাস-মালিক সমিতিদের সঙ্গে আলোচনা করে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেওয়ার হবে।

ইত্তেফাক/এআই