জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিবহন সংকট নিরসনে আরও নতুন দুইটি বাস সংযুক্ত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে বাস দুইটি গ্রহণে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের কাছে জানা যায়, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট। অল্পসংখ্যক বাস নিয়ে অনাবাসিক ছাত্রছাত্রীদের যাতায়াতে সমস্যা দীর্ঘদিনের। পাশাপাশি বাসগুলো নিদিষ্ট রুটে চলাচলের কারণে অনেক শিক্ষার্থীদের ভোগান্তি চরমে উঠেছিল।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্থনীতি বিভাগের প্লাবন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমাদের দীর্ঘদিনের চাওয়া আজ পূরণ হতে যাচ্ছে। বাসের সংখ্যা কম থাকায় ক্লাস শেষ করে সঙ্গে সঙ্গেই বাসায় ফেরা যায় না। দুই তিন ঘন্টা অপেক্ষা করতে হয়।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, শিক্ষার্থীদের দাবীর পরিপ্রেক্ষিতে পরিবহন পুলে যুক্ত হয়েছে আমাদের নতুন দুটি নিজস্ব বাস। ভাড়া ও নির্ভরতা কমিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য আমাদের প্রচেষ্টা। বাস দুটি পরিবহন বহরে যুক্ত করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।