বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ৬ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দেশ বিরোধী অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে ফ্রান্সে শান্তি সমাবেশ

আপডেট : ০৩ মে ২০২৩, ১১:৫৩

ফ্রান্সের রাজধানী প্যারিসের রিপাবলিক চত্বরে শান্তি সমাবেশ করেছে ফ্রান্স আওয়ামী লীগ।

মঙ্গলবার (২ মে) সমাবেশে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার দেশ ও সরকারের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সংঘবদ্ধ অপপ্রচারকারী ও দেশের অভ্যন্তরের শান্তি বিনষ্টকারী অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজিব অন্যান্যদের মধ্যে ফ্রান্স আওয়ামী লীগের সিনিয়ার সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সোহরাব মৃর্ধা, কামরুল হোসেন বকুল, সৈয়দ ফয়সল ইকবাল হাসেমী, জাকির হোসেন, মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম, শাহজাহান রহমান, সুব্রত ভট্টাচার্য, আবু মোর্শেদ পাটয়ারী, আজম খান, মোতালেব হোসেন, উপদেষ্টা মিজান চৌধুরী মিন্টু, মশিউর রহমান কামাল সালেহ আহমেদ চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন জামাল হোসেন বিলাল, যুগ্ম সাধারণ সম্পাদক কবি মোস্তফা হাসান, এমদাদুল হক স্বপন, অধ্যাপক অপু আলম, মাসুদ হায়দার, ফয়সল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সেলিম ওয়াদা শেলু, খালেদ গোলাম কিবরিয়া, খালেকুজ্জামান, শওকত হায়াত খান বিপ্লব, প্যারিস নগর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, মুক্তিযাদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইলাম দুলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক রবিউল হাসান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিপন দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদক নিগার আফরোজ খান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আবদুল্লাহ আল তায়েফ, বাণিজ্য বিষয়ক সম্পাদক আকরাম হোসেন মিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক সালেহ আহমেদ, সহপ্রচার সম্পাদক মনসুর আহমেদ, সদস্য বাবু ভূইয়া, ওবায়দুল ইসলাম রিয়াদ সেলিম আল দীন, মনির হোসেন, যুবলীগ নেতা কাইউম রহমান প্রমুখ।

ইত্তেফাক/কেকে