জীবিকার তাগিদে বিদেশে গিয়ে নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছেন তেমনি দেশের অর্থনীতিতে রাখছেন বিশেষ ভূমিকা। নিজ এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করতে প্রবাসেই মানবকল্যাণ সংগঠন গড়ে তুলেছেন অনেক প্রবাসী। এর মাধ্যমে সহায়তা পাচ্ছেন দেশের অনেক হতদরিদ্র ও অসহায় পরিবার।
এছাড়া এলাকার ছোটখাটো ভাঙাচোরা রাস্তা, মসজিদ-মাদ্রাসাসহ অনেক ধর্মীয় অনুষ্ঠানগুলোতেও সাহায্য-সহযোগিতা করছেন তারা। এবার একজন জনপ্রতিনিধির আহ্বানে সাড়া দিয়ে সরকারি ভাঙা রাস্তা সংস্কারে এগিয়ে এসেছে এক প্রবাসী সংগঠন।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার গুরুত্বপূর্ণ আউলিয়া বাজার সংলগ্ন গোয়ালনগর গ্রামের একটি ব্রিজের সংযোগ সড়ক ভাঙা অবস্থায় রয়েছে প্রায় এক বছর। ব্রিজটি নিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রকল্পের নতুন বরাদ্দ পেলে মেরামত করা হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি।
এমন পরিস্থিতিতে ফেসবুক লাইভে এসে নিজ এলাকার গুরুত্বপূর্ণ ভাঙা রাস্তা মেরামতের জন্য প্রবাসীদের কাছে অনুরোধ করেন স্থানীয় ইউপি সদস্য ফয়সাল আহমেদ বাশির। এরই পরিপ্রেক্ষিতে রাস্তাটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে এগিয়ে আসে মধ্যপ্রাচ্যভিত্তিক সংগঠন গোয়াল নগর যুব ও প্রবাসী মানব কল্যাণ সোসাইটি।
মানুষের কল্যাণে কাজ করতে এ সংগঠন তৈরি করেছেন বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গোয়ালনগর গ্রামের প্রবাসীরা। সংস্থাটির মূল কমিটি পরিচালিত হচ্ছে দুবাই থেকে। সংগঠনটি দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের অসহায় মানুষের আর্থিক সাহায্য বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজেও করছেন সহযোগিতা।
এরই ধারাবাহিকতায় দুর্ঘটনা ও প্রাণহানি এড়াতে গত সোমবার (১৫ মে) নিজেদের অর্থায়নে মেরামত করা হয় রাস্তাটি। তাদের এই মহান উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাসিমা মুকাই আলী।
নিজেদের অর্থায়নে সরকারি কাজ করতে পেরে আনন্দিত সংগঠনের শীর্ষ কর্মকর্তারা। দেশের যেকোনো দুর্যোগে দেশ ও গণমানুষের পাশে থাকার কথাও উল্লেখ করেন তারা।