আজ ২৬ মে ২০২৩ খ্রিষ্টাব্দ, শুক্রবার। ১২ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ। ৫ জিলকদ ১৪৪৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মিথুন রাশিতে অবস্থান করছে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মিথুন রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৮। শুভ বার: শনি ও বুধ। শুভ রত্ন: নীলা ও পান্না।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। মন ভালো থাকতে পারে। হাঁটাচলায় সতর্কতা অবলম্বন করুন। আবেগ সংযত রাখুন। অসুস্থ মায়ের যত্ন নিন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন। গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ বজায় রাখুন। প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। অপরের প্রতি সদাচরণ করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা নিন। আর্থিক দিক ভালো থাকতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। কোনো অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারেন। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। জীবনকে অর্থবহ করে গড়ে তোলার চেষ্টা করুন। পেশাগত দিক ভালো থাকতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। রিপুকে সংযত রাখুন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। ব্যবসায়িক বিনিয়োগে সাফল্য পেতে পারেন। সবার প্রতি বিনয়ী আচরণ করুন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। অসুস্থবোধ করতে পারেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা আছে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। ধর্মীয় কাজে আনন্দ পেতে পারেন।