বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ভান্ডারিয়াসহ ৮ পৌরসভার তফসিল ঘোষণা

আপডেট : ৩১ মে ২০২৩, ১৩:৪৫

পিরোজপুরের ভান্ডারিয়াসহ ৮ পৌরসভার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (৩১ মে) দুপুরে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষণা করা হয়। 

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন। মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ১৭ জুলাই। 

পিরোজপুরের ভান্ডারিয়া, মঠবাড়িয়া, চাঁদপুরের মতলব উত্তর, কুমিল্লার দেবিদ্বার, যশোরের শার্শা, চট্টগ্রামের চন্দনাইশ, শরীতপুরের গোসাইরহাট ও সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভায় ভোট অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/কেকে