আজ ১১ জুলাই ২০২৩ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার। ২৭ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ। ২২ জিলহজ ১৪৪৪ হিজরি। চন্দ্র আজ দিন-রাত মেষ রাশিতে বিচরণ করবে। এই রাশিতে চন্দ্রের সঙ্গে বৃহস্পতির যুতি হয়েছে। যার ফলে মেষ রাশির জাতকের জন্য অতিশুভ একটি দিন। এছাড়া ভাগ্য পাল্টে দেবে বেশ কিছু রাশির জাতকেরও।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
মেষ রাশির জাতকরা দীর্ঘদিন ধরে আটকে থাকা চুক্তিকে চূড়ান্ত রূপ দেবে। মান-সম্মান বাড়বে। কর্মক্ষেত্রে বিশেষ সম্মান লাভ করতে পারেন এই রাশির জাতক। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজও আজ সম্পন্ন হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
বৃষ রাশির জাতকরা পরিকল্পনা তৈরিতে মনোনিবেশ করবেন। ব্যবসায় নতুন পরিকল্পনা করবেন। এর দ্বারা লাভান্বিত হবেন এই রাশির জাতক। আবার ব্যবসায় নতুন শত্রু দেখা দিতে পারে। তবে তাদের থেকে সতর্ক থাকুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
কোনও অসুস্থতা আপনাকে সমস্যায় ফেলতে পারে। এ ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হবে। আজ আপনার বাড়িতে কোনো অতিথি আগমণ হতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
কর্কট রাশির জাতকরা আজ যে কাজে হাত দেবেন, তাতে হতাশই হবেন। তবে নিজের পরিশ্রমের সাহায্যে তা কেটে যেতে পারে। পরিবারের কোনো সদস্যের সঙ্গে তর্ক হতে পারে। এমন পরিস্থিতিতে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে এই রাশির জাতকদের।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
সিংহ রাশির জাতকদের শত্রু তাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন। তবে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কন্যা রাশির জাতকরা নিজের ব্যবহারে সংযম বজায় রাখুন। রাগ নিয়ন্ত্রণে রাখবেন। এ জাতকের ভাই-বোনের বিয়ের বাধা দূর হবে। বিবাদ এড়িয়ে চলুন, তা না-হলে আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
তুলা রাশির জাতকরা আজ যে কাজ করবেন, তাতেই সফল হবেন। সামাজিক ক্ষেত্রে পদ-প্রতিষ্ঠা বাড়বে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
বৃশ্চিক রাশির জাতকরা চাকরি ও ব্যবসায়ে নতুনত্ব আনতে পারবেন। সরকারি চাকরিজীবীদের পদোন্নতি হবে। এই রাশির বিয়েযোগ্য জাতকরা আজ কোনো প্রস্তাব পেতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ধনু রাশির জাতকরা ব্যবসায় নতুন লাভ অর্জন করবেন। সামান্য ঝুঁকি নিলে বড়সড় মুনাফা হতে পারে। পরিবারে সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মকর রাশির জাতকরা অংশীদারীত্বের ব্যবসা করে থাকলে তাতে লাভান্বিত হবেন। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে, এর ফলে অবসাদগ্রস্ত থাকবেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কুম্ভ রাশির জাতকদের নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। কারণ এ সময়ে আবহাওয়াজনিত অসুস্থতা দেখা দিতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মীন রাশির জাতকরা আজ কোনও নতুন কাজ চিন্তাভাবনা করে থাকলে তাতে সাফল্য পাবেন। সমস্যায় জর্জরিত ব্যক্তির সাহায্যের জন্য এগিয়ে আসবেন এই রাশির জাতকরা। পরিবারের সমস্যা দূর করতে সফল হবেন।