রোববার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমিতে কবি মহাদেব সাহার জন্মদিন পালিত

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ২১:০১

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমিতে প্রেম ও প্রকৃতির কবি মহাদেব সাহার ৮০তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকালে সাহিত্য একাডেমি পাঠাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠান উদযাপিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিনের সঞ্চালনায় জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমির সভাপতি, দেশের খ্যাতনামা কবি, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক, সাংস্কৃতিক সংগঠক ও সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন।

 

জয়দুল হোসেন বলেন, মহাদেব সাহা বাংলা ভাষার প্রধান কবিদের একজন। তার ৮০তম জন্মদিন রাষ্ট্রীয়ভাবে পালন করা উচিত ছিল। 

তিনি আরও বলেন, দেশে ও বিদেশে মহাদেব সাহার অগণিত অনুরাগী ও গুণগ্রাহী রয়েছেন। সেই অর্থে কবির ৮০তম জন্মদিনে তেমন আয়োজন আমরা দেখতে পাইনি। অনেকদিন ধরে কবি অসুস্থ।আমরা কবির সুস্থতা কামনা করি।

আগামীতে কবির জন্মদিন রাষ্ট্রীয়ভাবে পালনের আহবান জানান সাহিত্য একাডেমির সভাপতি কবি জায়দুল হোসেন।

ছবি: ইত্তেফাক

এ ছাড়াও উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমির পরিচলক একেএম শিবলী, পরিচালক নন্দিতা গুহ, পরিচালক ফারুক আহাম্মদ ভূইয়া, সাহিত্য একাডেমির সহসভাপতি মানিক রতন শর্মা, সাহিত্য একাডেমির সদস্য অধ্যাপক আবু হানিফ, নির্জয় হাসান সোহেল, জামিনুর রহমান, নুসরাত জাহান বুশরা, সাঈদ সরকারসহ অনেকে।

উল্লেখ্য, কবি মহাদেব সাহা কবিতার জন্য বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদকসহ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন।

ইত্তেফাক/পিও