পড়াশোনা কেবল সপ্তম শ্রেণিতে, কিন্তু তার লেখা বইয়ের সংখ্যা তিনটি এবং নির্মাণ করা অ্যাপের সংখ্যা দুইটি। এই বয়সেই নিজেকে গড়ে তুলেছে একজন লেখক ও খুদে প্রোগ্রামার হিসেবে। নিজেকে নতুনভাবে উপস্থাপনের প্রবল এক ইচ্ছা সবসময় তার মাঝে কাজ করে।
প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার একমাত্র সন্তান হয়েও নিজের পছন্দে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করা ব্যতিক্রমি এই শিশু এই বয়সেই নিজের ব্যক্তিগত লাইব্রেরিতে তিন শতাধিক বইয়ের সংগ্রহ রেখেছে। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট বইয়ের সংখ্যা শতাধিক।
তৃতীয় শ্রেণিতে পড়ার সময়ই অসাধারণ মেধাবী আরাবী বিনতে শফিক (শিফা) নির্মাণ করে প্রধানমন্ত্রীর জীবন নির্ভর ‘এক পলকে শেখ হাসিনা’ অ্যাপ। অ্যাপটি নির্মাণ করার পর দেশে বিদেশে সুখ্যাতি অর্জন করে সঙ্গে বিভিন্ন গণমাধ্যমেও প্রশংসার সঙ্গে প্রচারিত হয়। আরাবী বিনতে শফিক (শিফা) তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে অবদান রাখার জন্য অর্জন করে প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পক্ষ থেকে পুরস্কার, আইসিটি ডিভিশনের পুরস্কার এবং আরও বিভিন্ন পুরস্কার।
আরাবী বিনতে শফিক (শিফা) পুরস্কার হিসেবে প্রাপ্ত অর্থ বিলিয়ে দিয়েছেন যে সকল শিক্ষার্থীরা ডিভাইসের অভাবে কাজ করতে পারে না, তাদের মাঝে ডিভাইস বিতরণ করেছেন। তারপর পঞ্চম শ্রেণিতে পড়ার সময় প্রকাশিত হয় আরাবী বিনতে শফিক (শিফা) এর লেখা প্রথম বই এক পলকে শেখ হাসিনা Sheikh Hasina at a glance.
শিফার লেখা প্রথম বইয়ের মোড়ক উন্মোচন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শিফা বইটি হাওর অঞ্চল এবং পথশিশুসহ প্রায় সারাদেশে পৌছে দিয়েছে নিজ অর্থে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে নির্মাণ করে শেখ রাসেলকে নিয়ে নির্মিত বাংলাদেশের প্রথম অ্যাপ ‘অদম্য শেখ রাসেল’, অ্যাপটি আইসিটি ডিভিশনের একাউন্টে গুগল প্লে স্টোর এ পাওয়া যাচ্ছে। ‘অদম্য শেখ রাসেল’ অ্যাপের আলোকে প্রকাশিত হয়েছে ‘অদম্য শেখ রাসেল Indomitable Sheikh Russel’ বই। ‘অদম্য শেখ রাসেল’ বইটি যৌথভাবে মোড়ক উন্মোচন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
এই আগস্টে প্রকাশিত হয়েছে শিফার লেখা নতুন বই ‘দুর্দম্য সুলতানা কামাল খুকী’। এই বইটি বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্রবধূ, বাংলাদেশের শ্রেষ্ঠ নারী ক্রীড়াবিদ সুলতানা কামাল খুকীকে নিয়ে লেখা প্রথম বই। শিফা ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ‘দুর্দম্য সুলতানা কামাল খুকী’ বই লেখার কাজ শুরু করে প্রায় একবছর ধরে গবেষণা, সুলতানা কামাল খুকীর পরিবার ও পরিচিতদের কাছ থেকে সাক্ষাৎকার সংগ্রহ করার পর প্রকাশিত হয় ‘দুর্দম্য সুলতানা কামাল খুকী’ বই।
২৯ আগস্ট সন্ধ্যা ৭টায় বাংলা একাডেমিতে সম্মিলিতভাবে ‘দুর্দম্য সুলতানা কামাল খুকী’ বইয়ের মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমির সভাপতি প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন, শিল্পমন্ত্রী জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আরমা দত্ত এমপি এবং বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে শিফা বলেন, পরবর্তীতে একটি প্রোগ্রামিং শেখার অ্যাপ নির্মাণ করতে চায় শিফা, যে অ্যাপটির মাধ্যমে সকল বয়সীরা প্রোগ্রামিং শিখতে পারবে বিনামূল্যে এবং উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, আইনজীবী শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের জীবন ও কর্মের ওপর ভিত্তি করে একটি অ্যাপ নির্মাণ এবং একটি বই লেখার কাজ হাতে নিয়েছে শিফা।
তা ছাড়া জলবায়ু পরিবর্তন নিয়েও একটি অ্যাপ নির্মাণ এবং একটি বই লেখার ইচ্ছে আছে আরাবী বিনতে শফিক শিফার।