শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১
The Daily Ittefaq

‘ভাগ্যচক্র’ খ্যাত বিশিষ্ট জ্যোতিষবিদ কাজী সারওয়ার হোসেন আর নেই

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ২৩:০১

বিশিষ্ট জ্যোতিষবিদ কাজী সারওয়ার হোসেন (রলি) আর নেই। মঙ্গলবার সকাল ছয়টার দিকে কাকরাইলের ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকারে তার বয়স হয়েছিল ৬৬ বছর। 

তিনি দুই ছেলে ও স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সিনিয়র একাউন্ট্যান্ট হিসেবে অবসরে যান। কাজী সারওয়ার হোসেনের পিতা কাজী সাখাওয়াত হোসেন। তার মায়ের নাম ইয়াকুব বানু। তিনি কাজী মোতাহার হোসেনের ভাইপো।

কাজী সারওয়ার হোসেনের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। তার বড় ছেলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর বৃহস্পতিবার বাদ জোহর সেগুনবাগিচা কাঁচাবাজার জামে মসজিদে তার নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

কাজী সারওয়ার হোসেন সেবা প্রকাশনীর রহস্য পত্রিকায় ‘ভাগ্যচক্র’ শিরোনামে রাশিচক্র লিখে জনপ্রিয় হয়ে ওঠেন। সেবা প্রকাশনী থেকে নিয়মিত তার সারা বছরের ‘রাশিফল’ গ্রন্থাকারে বের হয়েছে। 

ইত্তেফাক/এমএএম
 
unib