বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১
The Daily Ittefaq

সংসদের হুইপ ইকবালুর রহিমের মায়ের মৃত্যুতে চিফ হুইপের শোক

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৭:৪০

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের মা নাজমা রহিমের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী।

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য এম আব্দুর রহিমের সহধর্মিণী নাজমা রহিম (৮৪) গত বুধবার মারা যান। শোক বার্তায় চিফ হুইপ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
 
জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুও নাজমা রহিমের মৃত্যুতে দুঃখ ও শোক প্রকাশ করেছেন।

ইত্তেফাক/এসকে