স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের 'করণীয় নির্ধারণী' নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মার্চ) দুপুর ২টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ) ও গভর্নিং বডির সভাপতি মো. রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহম্মদ এমাম হোসাইন।
প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচি বাস্তবায়নে নেতৃস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ নেতৃত্বমূলক ভূমিকা রাখবে। এর অংশ হিসেবে কলেজে স্মার্ট বাংলাদেশ গার্লস স্টুডেন্টস ক্লাব গঠিত হয়। পর্যায়ক্রমে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজও স্মার্ট প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।