শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিনামূল্যে স্যানিটারি প্যাড 

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ০৭:৫০

প্রায় ৭৩ শতাংশ নারী তাদের মাসিকের সময় অস্বাস্থ্যকর সমস্যার কারণে সার্ভিকাল এবং মূত্রনালির সংক্রমণে ভোগেন। যা পরবর্তী সময়ে ক্যান্সারে পরিণত হতে পারে।

বাংলাদেশে স্যানিটারি প্যাডের প্যাকেটের গড় মূল্য ১০০ থেকে ১৬০ টাকা। এটি সবার জন্য সাধ্যের মধ্যে নয়। এবং অনেক নারীই এই অপরিহার্য জিনিসটিকে বিলাসবহুল জিনিস হিসাবে বিবেচনা করেন! ঋতুমতি নারীদের মধ্যে প্যাড ব্যবহার শহরাঞ্চলে ৪০ থেকে ৫০ শতাংশ, যেখানে সারা দেশে মাত্র ১২ থেকে ১৫ শতাংশ।

বেসলাইন সমীক্ষা অনুসারে, ৪১ শতাংশ মেয়ে তাদের পিরিয়ড চলাকালীন স্কুল বা কলেজে অনুপস্থিত থাকে। আমাদের দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে এই পণ্যগুলো শিক্ষার্থী এবং সমস্ত নারীর জন্য বিনামূল্যে পাওয়ার ব্যবস্থা করা উচিত। আর বিনামূল্যে স্যানিটারি পণ্য বিতরণের জন্য অর্থ বিনিয়োগ বা বাজেট করা একান্ত প্রয়োজন।

সৈয়দ আশিকুজ্জামান আশিক

গবেষণা সহকারী, বায়োইনফরমেটিক্স রিসার্চ ল্যাব, সেন্টার ফর রিসার্চ ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, মহাখালী, ঢাকা 

ইত্তেফাক/কেকে

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন