সুন্দরবনে চলছে মধু সংগ্রহ। এ বছর ১৫ মার্চ থেকে মধুর মৌসুম শুরু হয়েছে। অন্য বছর এপ্রিল থেকে শুরু হলেও বেশি মধু সংগ্রহের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিম বন-বিভাগ।
মৌমাছিরা সুন্দরবনের গরান, বাইন, কেওড়া ও গেওয়া ফুল থেকে মধু সংগ্রহ করে মধুর চাক তৈরি করে থাকে। আর সেখান থেকে মধু সংগ্রহ করে মৌয়ালরা। বেশির ভাগ মৌয়াল বন-বিভাগের মাধ্যমে পাস নিয়ে মধু সংগ্রহ করতে যায়। কিন্তু মৌয়ালদের নিরাপত্তার জন্য বন-বিভাগ বনের মধ্যে সবরকম নিরাপত্তা নিশ্চিত করলেও তাদের জীবনের সংশয় থেকেই যাচ্ছে।
সম্প্রতি আবারো পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাছিঘাটা ফরেস্ট স্টেশনের আওতাধীন সীমান্তবর্তী রায়মঙ্গল নদীতে বাঘের আক্রমণে সোলাইমান শেখ নামে এক মৌয়াল নিহত হয়েছেন। তাই সুন্দরবনে মধু সংগ্রহকারী এসব মৌয়ালের জীবনের নিরাপত্তা বাড়ানোর জন্য বন-বিভাগকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখতে বিনীত অনুরোধ জানাচ্ছি।
শিক্ষার্থী, সরকারি বি এল কলেজ, খুলনা