শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আন্তঃনগর ট্রেন, সেবা না ভোগান্তি! 

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১১:২৭

আন্তঃনগর ট্রেনগুলোতে অবাধে যাত্রী ওঠা-নামা করায় প্রতিদিনই পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আন্তঃনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সিলেট রুটে চলাচল করে। ট্রেনটি দিনের বেলায় চট্টগ্রাম ও সিলেট উভয় দিক থেকে ‘পাহাড়িকা এক্সপ্রেস’ আবার রাতের বেলা ‘উদয়ন এক্সপ্রেস’ নামে চলাচল করে থাকে।

এতে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী যাতায়াত প্রতিদিনের ঘটনা। অস্বাভাবিক ‘স্ট্যান্ডিং’ টিকেট বিক্রি করায় প্রতিটি বগিতে গাদাগাদি করে বহু যাত্রী যাতায়াতের সুযোগ নিচ্ছেন। এদিকে টিকেটধারী যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। অসুস্থ, বয়স্ক নারী-পুরুষ ও শিশুদের নির্দিষ্ট আসনের টিকিট থাকার পরও দাঁড়ানো শত শত যাত্রীর ভিড় ঠেলে নির্দিষ্ট আসনে যেতে হিমশিম খেতে হচ্ছে।

এ প্রসঙ্গে চোর-ছিনতাইকারীদের তৎপরতাও বাড়ছে। করোনার বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় যখন বিধি-নিষেধ আরোপ করছে, সেখানে ট্রেনে এই গাদাগাদি অবস্থা চিন্তার বিষয় বটে। এ অবস্থায়, আন্তঃনগর ট্রেনগুলোর যথাযথ যাত্রীসেবা নিশ্চিত করতে রেল মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। 

মামশাদ কবীর, সিন্দুরিয়াপাড়া, ময়নামতি, কুমিল্লা

ইত্তেফাক/কেকে

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন