সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

‘মেঠোসুর গুণীজন সন্মাননা’ পেলেন তিন গুণী

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২২

নেত্রকোণার বকুলতলায় ‘মেঠোসুর গুণীজন সন্মাননা-২০২৪’ পেয়েছেন তিনগুণী ব্যক্তি। তারা হলেন বাউল সাধক সিরাজ উদ্দিন খান পাঠান, কবি, গীতিকার ও অনুবাদ এনামূল হক পলাশ এবং সংগঠক আলী আসকার খান পাঠান সিন্টু। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোণা সাধারণ গ্রন্থাগার আয়োজিত বইমেলার মঞ্চে মেঠোসুরের সাধারণ সম্পাদক বিমান তালুকদার ও নেত্রকোণা জেলা উদিচীর সভাপতি মো. মোস্তাফিজুর রহমান গুণীজনদের উত্তরীয় পড়িয়ে দেন ও ক্রেস্ট প্রদান করেন। গুণীজনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন মহুয়া থিয়েটারের নাট্যকর্মী ইয়াছিনুর রহমান ইমন। 

এ সময় উপস্থিত ছিলেন বাউল শীতন দাস, সাংবাদিক সঞ্জয় সরকার, কবি আনিসুর রহমান বাবুলসহ নেত্রকোণার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত কর্মীরা। প্রকাশ থাকে যে, মেঠোসুর সংগঠনটি ২০০৯ সালে সিলেটে প্রতিষ্ঠিত হয়। যাত্রাপথে আনন্দগান মেঠোসুরের নামে তারা দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গুণীজনদের সন্মাননা প্রদান করেন।

ইত্তেফাক/পিও